Teacher, Blogger & Fitness Lover
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগ গত ১৫ই মার্চ রোজ মঙ্গলবার বিভাগের নিজ প্রাঙ্গনে স্প্রিং ২০২২ সেমিস্টারের নবাগত ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে এক নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গণী তালুকদার স্যার। স্যার নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার মান উন্নয়নে টেকনোলজির কথা বলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক স্যার।
তিনি সোশাল মিডিয়ার কুপ্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন।অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং ব্যবসায় ও আইন অনুষদের সম্মানিত ডীন ড. কানীজ হাবিবা আফরিন।
তিনি ছাত্র/ছাত্রীদের সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা দেন। আরো উপস্থিত ছিলেন বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।প্রথমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের পরিচিতি পর্ব দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
পরবর্তীতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ড. মোখলেসুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের অনুপ্রেরনা মূলক বক্তব্য পেশ করেন।
পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় আলোচনা পর্ব।সবশেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় স্প্রিং ২০২২ সেমিস্টারের নবাগতদের উদ্দেশ্যে আয়োজিত নবীনবরন অনুষ্ঠান।
The author is an academician. He graduated from the University of Rajshahi under the Department of Business Administration. He loves to write on HRM, Employees Job Satisfaction, Organization Behavior, and many other topics.